তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা সম্ভব নয়: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৫ মার্চ ২০২৫
তুরস্কের প্রেপ্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান/ ছবি: এএফপি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ছাড়া ইউরোপ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সোমবার (২৪ মার্চ) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, গত কয়েক সপ্তাহের উত্তপ্ত বিতর্ক দেখিয়েছে যে তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা সম্ভব নয়। শুধু নিরাপত্তার ক্ষেত্রেই নয়, অর্থনীতি, কূটনীতি, বাণিজ্য ও সামাজিক জীবনসহ বহু ক্ষেত্রে ইউরোপের আমাদের দেশের প্রতি প্রয়োজনীয়তা এখন প্রকাশ্যে স্বীকৃত পাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

এরদোয়ান উল্লেখ করেন যে, ইউরোপীয় দেশগুলো তাদের নীতি যৌক্তিক ভিত্তির ওপর গড়ে তুললে তুরস্কের সঙ্গে সম্পর্কের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারবে। আমরা এটিকে তুরস্ক-ইইউ সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি আশাব্যঞ্জক উন্নতি হিসেবে দেখি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তুরস্কের প্রস্তুতি

বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তিত পরিস্থিতি আরও সংলাপ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলে মন্তব্য করেন এরদোয়ান। তিনি বলেন, আমরা পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে ইউরোপীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত।

ইউক্রেন যুদ্ধ নিয়ে এরদোয়ানের মন্তব্য

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তুরস্ক ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে এরদোয়ান বলেন, আমরা প্রথম থেকেই সঠিক অবস্থানে ছিলাম ও এখনো তা বজায় রাখছি।

আরও পড়ুন: 

তিনি আরও বলেন, আমরা প্রতিটি মঞ্চে বলেছি যে শান্তির কোনো পরাজিত পক্ষ নেই। আজও আমরা সেই অবস্থান বজায় রেখেছি। যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করায় আমরা চাই এটি ন্যায়সঙ্গতভাবে শেষ হোক, যাতে আর কোনো রক্তপাত বা ধ্বংস না হয়।

বিজ্ঞাপন

এরদোয়ান রাশিয়ার আংশিক ইতিবাচক প্রতিক্রিয়া ও যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি এটিকে ‘বিনীত হলেও মূল্যবান পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।