ইউক্রেনের রকেট হামলায় রুশ সাংবাদিকসহ ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৫ মার্চ ২০২৫
রাশিয়া-ইউক্রেন সংঘাত/ ছবি: এএফপি

ইউক্রেনের রকেট হামলায় তিন ‍রুশ সাংবাদিকসহ ছয়জন নিহত হয়েছে। রাশিয়ান সংবাদ সংস্থা এবং কর্মকর্তাদের মতে, পূর্ব ইউক্রেনের রুশ-অধিকৃত লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় রকেট হামলায় রাশিয়ার তিনজন রাষ্ট্রীয় মিডিয়া কর্মীসহ ছয়জন নিহত হয়েছেন।

সোমবারের হামলায় যুদ্ধ বিষয়ক সংবাদদাতা আলেকজান্ডার ফেদোরচাক, রাশিয়ার প্রধান ক্রেমলিনপন্থি ইজভেস্তিয়া সংবাদপত্রের সাংবাদিক এবং ফটোসাংবাদিক আন্দ্রেই পানভ যিনি রাশিয়ার টেলিভিশন চ্যানেল জভেজদার জন্য কাজ করতেন এবং চ্যানেলের ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি নিহত হয়েছেন। লুহানস্ক অঞ্চলের মস্কো-নিযুক্ত গভর্নর লিওনিড পাসেচনিক এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে ইউক্রেনে রাতভর ৯৯টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার হামলা চালানো ৯৯টি ড্রোনের মধ্যে ৫৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং আরও ৩৬টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়নি। তবে বাকি ছয়টি ড্রোনের কী হয়েছে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত রোববার (২৩ মার্চ) কিয়েভে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়। এছাড়া আহত হয় আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করায় সবাই চিৎকার করতে শুরু করে এবং দৌড়াতে শুরু করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বলেছেন, এই আক্রমণগুলো একটি নিত্যনৈমিত্তিক বাস্তবতা এবং যুদ্ধের অবসান ঘটাতে ‘মস্কোর ওপর নতুন চাপ’ প্রয়োজন।

কিয়েভ আগে থেকেই বলে আসছে, রাশিয়ার অভ্যন্তরে তাদের হামলার লক্ষ্য হচ্ছে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা। তাদের দাবি, এই হামলাগুলো মূলত মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার জন্য চালানো হচ্ছে এবং রাশিয়ার টানা বোমা হামলার জবাব হিসেবেই ইউক্রেন এসব হামলা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।