মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২২ মার্চ ২০২৫
প্রতীকী ছবি: ফ্রিপিক

মিশরে দুটি পিকআপ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২১ মার্চ) দেশটির আচওয়ান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম।

রাষ্ট্রীয় পত্রিকা আহরাম জানিয়েছে, দেশটির আচওয়ান প্রদেশের ওয়াদি আল আলাকি সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন>>

আচওয়ান প্রদেশের নিরাপত্তা বাহিনীর একজন পরিচালক বার্তা সংস্থা শিনহুয়াকে জানিয়েছেন, অতিরিক্ত গতির কারণে গাড়ি দুটির সংঘর্ষ হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্রটি বলছে, দুটি গাড়িতে মিশরীয় ও সুদানের নাগরিকদের বহন করছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছে কর্তৃপক্ষ।

মিশরে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার হতাহতের ঘটনা ঘটে। এর বেশিরভাগই ঘটে অতিরিক্ত গতির কারণে। এছাড়া রয়েছে ট্র্যাফিক আইন না মানা ও সড়কের দুর্বল অবকাঠামো।

সড়ক দুর্ঘটনা কমাতে মিশর বিগত কয়েক বছরে নতুন নতুন সড়ক অবকাঠামো নির্মাণ, পুরোনো সেতু মেরামত করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: শিনহুয়া/ইউএনবি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।