সুখী দেশের তালিকা প্রস্তুতে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়

প্রতিবছরের মতো এবারও ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদনে সুখী দেশের তালিকায় এক নম্বরে ফিনল্যান্ড। এ নিয়ে টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করলো।
গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ও একটি সম্পাদকীয় পরিষদের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।
মূলত একজন মানুষের নিজের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা (তার নিজের বিবেচনা অনুযায়ী), মাথাপিছু মোট গড় জাতীয় উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা ও সহায়তা পরিস্থিতি, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু ও দুর্নীতির মাত্রাকে গুরুত্ব দিয়ে এই তালিকা প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেন।
বাংলাদেশ আছে ১৩৪ নম্বর স্থানে, ভারত ১১৮ ও পাকিস্তান ১০৯তম স্থানে।
এদিকে আফগানিস্তান আবারও বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে স্থান পেয়েছে। তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে দেশটি। তালিকার ১৩৮তম দেশ লেসোথো, ১৩৯তম অবস্থানে কমোরোস, ১৪০তম অবস্থানে ইয়েমেন, ১৪১তম স্থানে কঙ্গো, ১৪২তম অবস্থানে বতসোয়ানা, ১৪৩তম অবস্থানে জিম্বাবুয়ে, ১৪৪তম স্থানে মালাউয়ি, ১৪৫তম স্থানে লেবানন, ১৪৬তম স্থানে সিয়েরা লিওন এবং ১৪৭তম স্থানে রয়েছে আফগানিস্তান।
এমএসএম