সৌদি আরবের কাছে লেজার-গাইডেড রকেট বিক্রিতে রাজি যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে প্রথমবারের মতো উন্নত লেজার-গাইডেড প্রিসিশন রকেট সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অস্ত্র ব্যবস্থার আনুমানিক মূল্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার।
বৃহস্পতিবার (২০ মার্চ) পেন্টাগন জানায়, সৌদি আরবকে বিক্রির জন্য অনুমোদিত অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস) একটি লেজার-গাইডেড রকেট, যা আকাশ ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবিত বিক্রি সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি করবে এবং অন্যান্য গাইডেড মিসাইল সিস্টেমের তুলনায় সহযোগী ক্ষয়ক্ষতির ঝুঁকি কমিয়ে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা দেবে। এই অস্ত্রের মূল্য প্রায় ২২ হাজার ডলার, যা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যবহৃত স্বল্পমূল্যের সশস্ত্র ড্রোন গুলি করে ভূপাপতিত করার জন্য একটি সাশ্রয়ী পছন্দ।
বৃহস্পতিবার পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি কংগ্রেসকে ২ হাজার এপিকেডব্লিউএস এবং সংশ্লিষ্ট সরঞ্জাম ও প্রশিক্ষণ বিক্রির সম্ভাব্যতা সম্পর্কে জানিয়েছে। পেন্টাগন জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি লক্ষ্য ও জাতীয় নিরাপত্তা উদ্দেশ্যকে সমর্থন করবে, কারণ সৌদি আরব উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তি।
এই সম্ভাব্য বিক্রির খবর এমন একটি সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার (১৫ মার্চ) শুরু হওয়া এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে, যা জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর থেকে সবচেয়ে বড় অপারেশন।
সৌদি আরবকে এই অস্ত্র বিক্রি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তবে এই বিক্রি ইয়েমেন সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন।
সূত্র: আল জাজিরা
এসএএইচ