আগুনের কারণ বিদ্যুৎ বিভ্রাট, বন্ধ ঘোষণা লন্ডনের হিথ্রো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ২১ মার্চ ২০২৫
বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের একটি ইলেকট্রিকাল সাবস্টেশনে আগুন ধরে যায়/ ছবি: লন্ডন ফায়ার ব্রিগেডের এক্স হ্যান্ডেল

বিদ্যুৎ বিভ্রাটের কারণে গভীর রাত পর্যন্ত লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের একটি ইলেকট্রিকাল সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২১ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে যাত্রীদের বিমানবন্দরে না ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এমন অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, এই পরিস্থিতির ফলে আকাশে থাকা কমপক্ষে ১২০টি বিমানের গন্তব্য পরিবর্তন করে বিকল্প বিমানবন্দরে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে অথবা তাদের মূল স্থানে ফিরিয়ে আনা হবে।

সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।