সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২০ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি। এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৫-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এই তালিকায় আগের চেয়ে পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সুখী দেশের তালিকায় ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।

৩ দিনে ২০০ শিশুকে হত্যা, ফের উত্তর গাজা ছাড়ছেন ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলা শুরু করেছে ইসরায়েল। গত মঙ্গলবার (১৮ মার্চ) এই হামলা শুরু হয়। এতে এখন পর্যন্ত ৫০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ২০০ শিশু রয়েছে। তাছাড়া হামলায় মোট আহতের সংখ্যা নয় শতাধিক। এমন পরিস্থিতিতে উত্তর গাজা থেকে ফের সরে যেতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যুদ্ধে জন্ম নিয়ে যুদ্ধেই শহীদ শিশুটি

মঙ্গলবার (১৮ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় তাদের তাঁবুটি মাটিতে মিশে যায়। সাত মাসের অন্তঃসত্ত্বা আফনান আল-গানাম ও তাদের প্রথম সন্তান মোহাম্মদ- দুজনেই নিহত হয়েছেন।

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে নির্দিষ্ট লক্ষ্যে তা আঘাত হানতে সক্ষম হয়নি। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে বৃহস্পতিবার (২০ মার্চ) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে বলে জানিয়েছে ইসরায়েল।

ভারতে কৃষকদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়

ভারতের পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু ও খানৌরি সীমানায় কৃষকদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলছিল।দীর্ঘ দিন ধরে চলা এই বিক্ষোভ থেকে কৃষকদের জোর করে সরিয়ে দিয়েছে পুলিশ। তাছাড়া দুই নেতা সরওয়ান সিং পান্ধের ও জগজিৎ সিং দাল্লেওয়ালকে পুলিশ গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুকে স্পর্শ করা ধর্ষণচেষ্টা নয়, গুরুতর যৌন নিপীড়ন: এলাহাবাদ হাইকোর্ট

রায়ে বিচারপতি বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগ আনতে হলে প্রমাণ করতে হবে যে এটি শুধু প্রস্তুতির পর্যায়ে ছিল না বরং অপরাধটি ঘটানোর জন্য চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, অভিযুক্ত আকাশ ভুক্তভোগীকে কালভার্টের নিচে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন ও তার পায়জামার ফিতা খুলে ফেলিছিলেন। কিন্তু সাক্ষীরা বলেননি যে, এর ফলে মেয়েটি নগ্ন হয়ে পড়েছিল বা তার পোশাক খুলে গিয়েছিল। এছাড়া, অভিযুক্তরা মেয়েটির সঙ্গে যৌন মিলনের চেষ্টা করেছিল, এমন কোনো প্রমাণও নেই।

বুকে স্পর্শ করা ধর্ষণচেষ্টা নয়, গুরুতর যৌন নিপীড়ন

ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, ‘নারীর বুক স্পর্শ করা’ বা ‘পাজামার ফিতা ধরে টান দেওয়া’ ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার শামিল নয়। তবে এটি গুরুতর যৌন নিপীড়নের অন্তর্ভুক্ত হতে পারে, যা তুলনামূলকভাবে কম গুরুতর অপরাধ। সোমবার (১৭ মার্চ) বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের ঘোষণা করা রায়ে এসব বলা হয়েছে।

বিরোধী নেতা গ্রেফতারে বিক্ষোভে উত্তাল তুরস্ক

তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এই নেতা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চলেছিলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প ২০২৮ সালেও নির্বাচন করবেন: স্টিভ ব্যানন

সাবেক হোয়াইট হাউজ কৌশলবিদ ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ও জয়ী হবেন। যদিও এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী অসাংবিধানিক। তিনি আরও বলেন, আমরা এর আগেও অসম্ভবকে সম্ভব করেছি। ট্রাম্পকে নিয়ে আমরা ২০২৮ সালের নির্বাচন করার কঠোর পরিকল্পনা করছি এবং কিছু মাসের মধ্যে তা প্রকাশ করা হবে।

এসএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।