জমকালো ঈদ উদযাপনে প্রস্তুত হচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, ২০ মার্চ ২০২৫
সৌদি আরবে ঈদ উপলক্ষে থাকবে জমকালো আতশবাজি উৎসব। ছবি: আরব নিউজ

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) আসন্ন ঈদুল ফিতর ২০২৫ উদযাপনের বিস্তারিত ঘোষণা করেছে। দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে কনসার্ট, নাট্য পরিবেশনা, আতশবাজি ও নানা বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

জিইএ জানিয়েছে, দেশটির বিভিন্ন বিনোদন জোনে অভূতপূর্ব অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন সৌদি নাগরিক ও দর্শনার্থীরা। এই আয়োজনের অংশ হিসেবে রিয়াদ, শাকরা, আবহা, কাসিম, জেদ্দা এবং পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন>>

এছাড়া, নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে রিয়াদে (১-১৯ এপ্রিল), জেদ্দায় (১-৬ এপ্রিল) এবং দাম্মামে (১-৩ এপ্রিল)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঈদের রাতকে আরও রঙিন করে তুলতে প্রতিদিন রাত ৯টায় দেশটির প্রধান শহরগুলোতে আতশবাজি প্রদর্শন করা হবে। এর মধ্যে রিয়াদের বুলেভার্দ ওয়ার্ল্ড, জেদ্দার আর্ট প্রমেনেড, আলখোবার কর্নিশ এবং তাইফের আরুদ্দাফ পার্ক অন্যতম।

ঈদের প্রথম দিন থেকে রিয়াদের বুলেভার্দ সিটি, বুলেভার্দ ওয়ার্ল্ড, ভিয়া রিয়াদ এবং জেদ্দা আর্ট প্রমেনেডে উৎসব শুরু হবে।
দ্বিতীয় দিনে আলখোবারের সিটি হাবে বিশেষ আয়োজন থাকবে, যা পরিবার ও শিশুদের জন্য উপযুক্ত নানা বিনোদনমূলক কার্যক্রমে পরিপূর্ণ থাকবে।

এই আয়োজনের মাধ্যমে সৌদি আরবের বিনোদন খাতকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ঈদ উৎসবকে বিশেষভাবে উদযাপনের প্রতিশ্রুতি দিয়েছে জিইএ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: আরব নিউজ
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।