গাজায় ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ৪০৪

গাজায় যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় নিহত বেড়ে ৪০৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৬২ জন।
মঙ্গলবারের (১৮ মার্চ) হামলাটি গাজাজুড়ে চালানো হয়। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহর মতো কেন্দ্রীয় এলাকা অন্তর্ভুক্ত ছিল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ৪০৪ জনের মরদেহ পাওয়া গেছে। তবে এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
এদিকে গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। জানুয়ারিতে যুদ্ধবিরতির পর অবরুদ্ধ এলাকাটিতে হামলা চালিয়ে নতুন করে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পরিস্থিতির অবনতি আরও উত্তেজনারই অংশ। এটি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।
হামলায় অনেক শিশু প্রাণ হারিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে পদক্ষেপ নেবে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম