চীনে জন্মহার বাড়াতে শিশু যত্নে ভাতা ও বিনামূল্যে দুধ বিতরণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৮ মার্চ ২০২৫
শিশুর দেখভালে ভাতা দিচ্ছে চীন। ফাইল ছবি: শিনহুয়া

চীনের ইনার মঙ্গোলিয়ার রাজধানী হোহহট এ মাসে শিশুর দেখভাল সংক্রান্ত বেশ কিছু ভাতা ঘোষণা করেছে এবং নতুন মায়েদের সুবিধার্থে প্রতিদিন বিনামূল্যে এক কাপ দুধ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন প্রদেশ জন্মহার বাড়ানোর লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।

গত সোমবার (১৭ মার্চ) সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, চীনের ২০টিরও বেশি প্রাদেশিক প্রশাসন শিশু যত্ন ভাতা চালু করেছে। নীতিনির্ধারকরা তরুণ দম্পতিদের বিয়ে ও সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করতে এসব ভাতা চালুর দিকে জোর দিচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন>>

২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে, আর বিয়ের সংখ্যা কমেছে এক-পঞ্চমাংশ, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পতন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফলে চীন এক নজিরবিহীন জনসংখ্যাগত সংকটের মুখোমুখি হচ্ছে। মূলত ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কঠোর এক সন্তান নীতির প্রভাব, দ্রুত নগরায়ণ এবং উচ্চ ব্যয়ের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২১ সাল থেকে দম্পতিদের তিনটি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হলেও জন্মহার বাড়ছে না।

চলতি মাসের শুরুতে চীনের বার্ষিক সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী লি কিয়াং জন্মহার বাড়াতে শিশু যত্ন ভাতা ও বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষার ঘোষণা দেন।

গত রোববার প্রকাশিত অভ্যন্তরীণ ভোক্তা খাতের উন্নয়ন পরিকল্পনায় বলা হয়েছে, কর্তৃপক্ষকে শিশু যত্ন ভাতা ব্যবস্থা নিয়ে গবেষণা ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হোহহট নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সন্তানের জন্য এককালীন ১০ হাজার ইউয়ান (প্রায় ১ হাজার ৩৮৩ মার্কিন ডলার) দেওয়া হবে। দ্বিতীয় সন্তানের জন্য পাঁচ বছর পর্যন্ত প্রতি বছর ১০ হাজার ইউয়ান করে দেওয়া হবে।

তৃতীয় সন্তানের জন্য বার্ষিক ১০ হাজার ইউয়ান দেওয়া হবে, যা সন্তানের ১০ বছর বয়স পর্যন্ত চালু থাকবে। এই ভাতার পরিমাণ স্থানীয় অধিবাসীদের বার্ষিক গড় আয়ের প্রায় দ্বিগুণ।

এছাড়া, ‘এক কাপ দুধ মাতৃত্বকালীন যত্ন কর্মসূচি’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে, যার আওতায় ১ মার্চের পর সন্তান জন্ম দেওয়া সব মা প্রতিদিন বিনামূল্যে এক কাপ দুধ পাবেন।

বিজ্ঞাপন

এছাড়াও, দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইলি ও চায়না মেংনিউ ডেইরি থেকে তিন হাজার ইউয়ানের ইলেকট্রনিক ভাউচার দেওয়া হবে।

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।