যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৫
যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চেয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রাফায়েল গ্লাকসম্যান/ ছবি: নিউজ অ্যারেনা

যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া বিখ্যাত ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একজন ফরাসি সদস্য। রাফায়েল গ্লাকসম্যান নামে ওই সদস্যের মতে, ফ্রান্স ঠিক যে কারণে মূর্তিটি উপহার দিয়েছিল, যুক্তরাষ্ট্র এখন আর সেই মূল্যবোধ ধারণ করে না।

তার এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে মার্কিন প্রশাসন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিজ্ঞাপন

রবিবার (১০ মার্চ) ফ্রান্সের সেন্টার-লেফট রাজনৈতিক দল প্লেস পাবলিকের এক সম্মেলনে গ্লাকসম্যান বলেন, আমেরিকানরা এখন স্বৈরশাসকদের পাশে দাঁড়িয়েছে। তারা স্বাধীন গবেষকদের বরখাস্ত করছে। তাই আমরা বলছি, আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দিন। আমরা এটি আপনাদের উপহার দিয়েছিলাম, কিন্তু আপনারা এটি অপমান করছেন। তাই এটি আমাদের কাছেই ভালো থাকবে।

১৮৮৬ সালের ২৮ অক্টোবর নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি উন্মোচন করা হয়। এটি ফ্রান্সের জনগণের পক্ষ থেকে মার্কিন স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে উপহার ছিল। ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি এটি নির্মাণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্লাকসম্যান বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার পর থেকে যুক্তরাষ্ট্র তার নীতি থেকে সরে এসেছে। তিনি ট্রাম্পের ইউক্রেন নীতির কঠোর সমালোচনা করেন ও গবেষণা খাতে বাজেট কাটছাঁটের বিরোধিতা করেন।

তিনি আরও বলেন, আপনারা (যুক্তরাষ্ট্র) যদি আপনাদের সেরা গবেষকদের বরখাস্ত করতে চান, যদি বিজ্ঞান ও উদ্ভাবনের স্বাধীনতা ধ্বংস করতে চান, তাহলে আমরা (ফ্রান্স) তাদের স্বাগত জানাবো। যেসব বিজ্ঞানী যুক্তরাষ্ট্রকে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত করেছেন, তাদের আমরা ফ্রান্সে কাজের সুযোগ দেবো।

প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাস্থ্য ও জলবায়ু গবেষণায় বরাদ্দ কমিয়েছেন ও শত শত বিজ্ঞানীকে বরখাস্ত করার উদ্যোগ নিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্লাকসম্যান ফ্রান্সের উগ্র-ডানপন্থি নেতাদেরও সমালোচনা করেন, যারা ট্রাম্প ও ইলন মাস্কের নীতির সমর্থক। তার মতে, ফরাসি কট্টরপন্থিরা যুক্তরাষ্ট্রের বাজেট কমানোর এই নীতির সপক্ষে কাজ করছে, যা বিশ্বব্যাপী বিজ্ঞান ও স্বাধীন মতপ্রকাশের জন্য হুমকি।

সূত্র: ফ্রান্স টোয়েন্টি ফোর

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।