পারমাণবিক কর্মসূচিতে ইরানের পক্ষে রাশিয়া-চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৫
ছবি: এএফপি

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে দেশ দুইটি। যুক্তরাষ্ট্র সম্প্রতি পারমাণবিক ইস্যুতে তেহরানের সঙ্গে বৈঠক করতে চেয়েছে।

রাশিয়া ও চীনের পক্ষ থেকে বলা হয়েছে, পারস্পারিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। পাশাপাশি নিষেধাজ্ঞাও তুলে নেওয়া উচিত।

বিজ্ঞাপন

বেইজিংয়ে ইরানের সঙ্গে আলোচনার পর এক যৌথ বিবৃতিতে চীন ও রাশিয়া ইরানের এই পুনর্ব্যক্তকে স্বাগত জানিয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশে এবং তেহরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে পূর্ণরূপে সম্মান করা উচিত।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু বৈঠকের পরে বলেন, চীন, রাশিয়া ও ইরান জোর দিয়ে বলেছে যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বর্তমান পরিস্থিতির মূল কারণ চিহ্নিত ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, চীন, রাশিয়া ও ইরান সব ধরনের বেআইনি একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে।

কয়েক দিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেন, কোনো ধরনের হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। আপনার যা ইচ্ছা তাই করুন।

পেজেশকিয়ান বলেন, আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয় যে, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের আদেশ দেবে এবং হুমকি দেবে। আমি আপনার সঙ্গে কোনো আলোচনাও অংশ নেব না। আপনার যা ইচ্ছা তাই করুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।