সিরিয়ার ওপর কানাডার নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৩ মার্চ ২০২৫
কানাডার পতাকা। ফাইল ছবি/ ফ্রিপিক

সিরিয়ায় চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশটির ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে কানাডা। সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে কানাডাসহ বেশ কিছু পশ্চিমা দেশ এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

আসাদ গত বছর বিদ্রোহী বাহিনী, বিশেষ করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর হাতে ক্ষমতাচ্যুত হন।

বিজ্ঞাপন

কানাডার সরকার বুধবার (১৩ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিলের এই সিদ্ধান্ত সিরিয়ার জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিতের প্রতিশ্রুতির অংশ।

আরও পড়ুন>>

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অটোয়া ঘোষণা করেছে, সিরিয়ায় মানবিক সহায়তার জন্য নতুন করে ৮৪ মিলিয়ন কানাডীয় ডলার (প্রায় ৬৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কানাডা ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ নিচ্ছে, যা গণতন্ত্রায়ন, স্থিতিশীলতা এবং সিরিয়ায় মানবিক সহায়তার বিতরণ সহজ করবে।

এছাড়া, কানাডার লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত স্টেফানি ম্যাককলামকে সিরিয়ার জন্যও অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কানাডা আরও জানিয়েছে যে, ছয় মাসের জন্য একটি সাধারণ অনুমতি প্রদান করা হবে, যার আওতায় সিরিয়ার গণতান্ত্রিক ও মানবিক সহায়তার প্রয়োজনে কানাডীয়রা নিষিদ্ধ আর্থিক লেনদেন ও সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এছাড়া, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে তহবিল স্থানান্তরের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার কথাও জানানো হয়েছে।

এদিকে, আহমেদ আল-শারাহর নেতৃত্বাধীন সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী সম্প্রতি ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, দেশটির আলাওয়ি সম্প্রদায় অধ্যুষিত গ্রামগুলোতে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।