পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতে যুক্ত হলেই সংকট সমাধান: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৭ মার্চ ২০২৫
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর/ফাইল ছবি

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া ভারতের পরবর্তী লক্ষ্য বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সংস্থা চ্যাথাম হাউজের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কাশ্মীর ইস্যুতে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল, জম্মু-কাশ্মীরের উন্নয়ন ও অর্থনীতিকে গতিশীল করাসহ বিধানসভা নির্বাচন করা হয়েছে। এবার পাকিস্তানের অবৈধ দখল থেকে জম্মু-কাশ্মীরকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হবে।

জয়শঙ্কর বলেন, এটিই চূড়ান্ত সমাধান এবং এতে সফল হলে কাশ্মীর নিয়ে সংকট থাকবে না।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা দাবি করেন, ভারতই অবৈধভাবে কাশ্মীর দখল করেছে।

এ সমস্যার একতরফা কোনো সমাধান নেই জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে ও কাশ্মীরের মানুষের ইচ্ছানুসারে বিরোধ নিষ্পত্তি হবে।

এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।