পাকিস্তানের প্রশংসা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৫ মার্চ ২০২৫
ফাইল ছবি

আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পাকিস্তানের ভূমিকা ও সমর্থনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে শাহবাজ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে অংশীদারত্ব অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

২০২১ সালের কাবুল বিমানবন্দরে বোমা হামলায় জড়িত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানানোর কয়েক ঘণ্টা পরেই শাহবাজ এই প্রশংসা করেন।

শাহবাজ বলেন, পাকিস্তান সব সময়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিতে আমরা অবিচল রয়েছি।

অন্যদিকে ট্রাম্প আবারও ভারতের আরোপিত শুল্ক ব্যবস্থাকে ‘অত্যন্ত অন্যায্য’ বলে আখ্যায়িত করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রও পাল্টা শুল্ক আরোপ করবে। ট্রাম্প চান, অন্য দেশগুলো মার্কিন পণ্যের ওপর যে হারে শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের ওপর একই হারে শুল্ক বসাবে।

মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে, এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে তা প্রয়োগ করার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: জিও নিউজ

এমএসএম

 

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।