মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৪ মার্চ ২০২৫
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরির বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তার সাবেক সহকারীদের কাছ থেকে ১৭০ মিলিয়ন রিঙ্গিত ও ১৬ কেজি সোনার বার জব্দ করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

মালয়েশিয়ার প্রায় সবগুলো মিডিয়া এমএসিসির বরাত দিয়ে জানিয়েছে, এই তদন্ত সাবরি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে প্রচারণা ও জনসংযোগের জন্য বরাদ্দ তহবিল এবং ব্যয়ের কাজে ব্যবহৃত। তদন্তটি মালয়েশিয়ার দুর্নীতি দমন আইনের ২০০৯ এবং অর্থপাচার, সন্ত্রাসী অর্থায়ন ও অবৈধ সম্পদের আইন ২০০১-এর অধীনে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

মালয় মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালের ১১ ডিসেম্বর এমএসিসি সাবরিকে তার সম্পদের হিসাব দিতে বলেছিল এবং তিনি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার সম্পদের হিসাব দেন। নতুন তথ্যের ভিত্তিতে, মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) ইসমাইল সাবরির সাবেক চারজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

তাদের বাসভবন এবং আরও তিনটি স্থানে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ার বিভিন্ন মুদ্রায় প্রায় ১৭০ মিলিয়ন রিঙ্গিত নগদ জব্দ করেছে যার মধ্যে বাহাত, রিয়াল, পাউন্ড স্টার্লিং, ওন, ইউরো, সুইস ফ্রাঙ্ক এবং ইউয়ানও রয়েছে। এছাড়াও ১৬ কেজি বিশুদ্ধ সোনার বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৭ মিলিয়ন রিঙ্গিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে, ইসমাইল সাবরিকে ১৯ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তকারীরা প্রয়োজনে তাকে আবার তলব করতে পারে। এছাড়া তদন্তের জন্য প্রায় ১০ জন সাক্ষীকে ডাকা হতে পারে। এমএসিসি নিশ্চিত করেছে যে, এই তদন্ত সম্পূর্ণ স্বাধীন ও পেশাদারি ভাবেই পরিচালিত এবং আইনের পূর্ণ অনুসরণ করে করা হচ্ছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।