কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক বুধবার বলেছেন, কিয়েভ অঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত আরও চারজন আহত হয়েছে। এসব হামলায় বেশ কিছু বাড়িতে আগুন ধরে গেছে। খবর রয়টার্সের।
একটি আবাসিক ভবন থেকে এক বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলার কারণে ওই বাড়িতে আগুন ধরে গেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন গভর্নর কালাশনিক।
তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে আরও অন্তত চারজন আহত হয়েছেন এবং হামলায় কমপক্ষে পাঁচটি বাড়ি এবং দুটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভর্নর কালাশনিক টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, দমকল কর্মীরা রাতভর বড় ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন।
রয়টার্সের বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন যে, তারা রাতভর কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুসারে, কিয়েভ, এর আশেপাশের অঞ্চল এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রায় অর্ধেক এলাকাজুড়ে মঙ্গলবার কয়েক ঘন্টা ধরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে।
- আরও পড়ুন:
- ইউক্রেনের হয়ে গুপ্তচরবৃত্তি, রুশ নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড
- ফের ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র
তবে এসব হামলা সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। যুদ্ধের শুরু থেকে দুপক্ষই বেসামরিকদের ওপর হামলার কথা অস্বীকার করে আসছে। কিন্তু এই যুদ্ধে দুই দেশের কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই ইউক্রেনের নাগরিক।
টিটিএন