পদত্যাগ করলেন ইউনিলিভার সিইও

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
পদত্যাগ করেছেন ইউনিলিভারের প্রধান নির্বাহী হাইন শুমাচার। ছবি: ইউনিলিভার

হঠাৎ পদত্যাগ করেছেন যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক সংস্থা ইউনিলিভারের প্রধান নির্বাহী (সিইও) হাইন শুমাচার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুমাচারের স্থলাভিষিক্ত হচ্ছেন ইউনিলিভারের চিফ ফিনান্সিয়াল অফিসার ফার্নান্দো ফার্নান্দেজ। তিনি আগামী ১ মার্চ থেকে নতুন দায়িত্ব নেবেন।

ইউনিলিভারের চেয়ারম্যান ইয়ান মিকিন্স বিবৃতিতে বলেন, বোর্ড ফার্নান্দোর কার্যকরী এবং ফলাফল-ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও দ্রুত পরিবর্তন সাধনের সক্ষমতায় মুগ্ধ।

বিজ্ঞাপন

মিকিন্স আরও জানান, বোর্ড ফার্নান্দেজের নেতৃত্বের সক্ষমতায় খুবই আত্মবিশ্বাসী, যাতে তিনি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ব্যবস্থাপনা দলের নেতৃত্ব দিতে পারেন এবং দ্রুততার সঙ্গে (বৃদ্ধির পরিকল্পনা) এর সুবিধা অর্জন করে সংস্থার সম্ভাব্যতার ভিত্তিতে শেয়ারহোল্ডারদের চাহিদা পূরণ করতে পারেন।

এদিকে, অর্থনৈতিক সেবা প্রতিষ্ঠান হাগ্রিভেস ল্যানসডাউনের সিনিয়র ইকুইটি বিশ্লেষক ম্যাট ব্রিটজম্যান শুমাচারের পদত্যাগকে ‘একটি আশ্চর্যজনক মোড়’ হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক নোটে তিনি লিখেছেন, এই অপ্রত্যাশিত পরিবর্তনটি হয়তো ইউনিলিভারের নতুন সংস্করণটি বাস্তবায়নে সহায়তা করবে, যার জন্য বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে।

ডাভ সাবান, হেলম্যানস মেওনিজ, ভ্যাসলিনের মতো অনেক পরিচিত ব্র্যান্ডের মালিক ইউনিলিভার। সংস্থাটির মুনাফা বাড়ানোর কৌশলের অন্যতম অংশ হলো তাদের বিশাল আইসক্রিম ব্যবসাকে আলাদা করা।

গত বছর ইউনিলিভার জানিয়েছিল, এই বিচ্ছিন্নকরণ তাদের একটি সহজ, আরও মনোনিবেশিত সংস্থা হয়ে উঠতে সাহায্য করবে। কারণ তাদের আইসক্রিম ব্যবসার ‘স্বতন্ত্র বৈশিষ্ট্য’ রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।