যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা নাকচ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

তেহরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে আরাঘচি বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত পারমাণবিক ইস্যুতে আমাদের ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা থাকবে না।

সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করেন।

সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন, কিন্তু একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের সনদে সই করেন।

পেজেশকিয়ান বলেন, আমেরিকা নিজেকে শান্তিকামী বলে দাবি করে কিন্তু কে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করেছে? এই অঞ্চল বিশেষকরে গাজায় কে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে? পৃথিবীর কোনো স্বাধীনচেতা মানুষ কি নারী, শিশু এবং অসুস্থদের ওপর বোমাবর্ষণ মেনে নিতে পারে?

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা কখনই বিদেশিদের কাছে মাথা নত করবো না, ইরানে আঘাত করার ইচ্ছা লালন করতে করতেই শত্রুদেরকে কবরে যেতে হবে।

মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ১৯৭৯ সালের এই দিনে ইরানের মানুষ সব ধরনের ভেদাভেদ ভুলে ময়দানে নেমেছিলেন এবং দৃঢ়তার সঙ্গে ঐক্য ও সংহতি বজায় রেখে দেশ থেকে বিজাতীয় ও অত্যাচারীদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিলেন।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।