ফের ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ/ ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ আবারও জানিয়েছেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নেই। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেছেন, যদি তার দেশ ন্যাটোর সদস্যপদ পায়, তবে তিনি সরে দাঁড়াতে প্রস্তুত। তবে ওয়াল্টজ স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যা সরাসরি মার্কিন সেনাদের ইউক্রেনের প্রতিরক্ষায় পাঠানোর বাধ্যবাধকতা সৃষ্টি করবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, আমি যুক্তরাষ্ট্রকে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে দেখছি না, কারণ এর ফলে ন্যাটোর অনুচ্ছেদ পাঁচ কার্যকর হবে এবং আমাদের সেনারা সরাসরি ইউক্রেনের প্রতিরক্ষায় নিয়োজিত হবে।

বিজ্ঞাপন

ন্যাটোর অনুচ্ছেদ ৫ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে অন্য সদস্য দেশগুলোর জন্য তাকে সামরিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক। এই অনুচ্ছেদ একমাত্র ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর প্রয়োগ করা হয়েছিল।

জেলেনস্কি রোববার বলেছেন, যদি এটা একান্তই প্রয়োজন হয়, তবে তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিশ্চিত করার বিনিময়ে পদত্যাগ করতে রাজি আছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে ওয়াল্টজ জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে একটি খনিজ সম্পদ চুক্তির বিষয়ে দ্রুত অগ্রসর হচ্ছে। তিনি বলেন, আমরা আশা করি ইউক্রেনীয়রা উপলব্ধি করবে যে এটা তাদের জন্য একটি সুযোগ। প্রেসিডেন্ট জেলেনস্কিও উপলব্ধি করবেন যে এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ বিনিয়োগের সুযোগ, যা ইউক্রেনের অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সুরক্ষিত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ওয়াল্টজ বলেন, অবশ্যই। এটি শুধু ইউক্রেনের জন্যই নয় বরং আমাদের জন্য এবং অঞ্চলটির স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে বিপুল পরিমাণ মূল্যবান খনিজ সম্পদ রয়েছে, যার বাজারমূল্য কয়েক ট্রিলিয়ন ডলার হতে পারে। দেশটিতে লিথিয়াম, বেয়ারিলিয়াম, ইউরেনিয়াম, জিরকোনিয়াম, লোহা আকরিক ও ম্যাঙ্গানিজসহ সেমিকন্ডাক্টর গ্রেডের নিয়ন গ্যাসের বিশাল মজুত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু

এসএএইচ/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।