সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
আমি দেশ বিক্রি করে দিতে পারি না: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি দেশকে বিক্রি কর দিতে পারেন না। এই মন্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তি নিয়ে তার অসন্তোষ রয়েছে। তিনি জানান, চুক্তির প্রথম খসড়ায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার কোনো উল্লেখ ছিল না, অথচ যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ৫০ শতাংশ দাবি করেছিল।
জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেছেন। মাত্র একদিন আগেই তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্যও ইউক্রেনকেই দায়ী করেন। তার এসব মন্তব্যের কারণে এই দুই নেতার মধ্যে ব্যক্তিগত বিভেদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ১৫ হাজার টন ডিম রপ্তানি করছে তুরস্ক
যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ হাজার টন ডিম রপ্তানি করছে তুরস্ক। বার্ড ফ্লুর বিধ্বংসী প্রাদুর্ভাবের কারণে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ডিমের উত্পাদন হ্রাস পেয়েছে এবং সেখানে ডিমের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে সেখানে চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য রাখা যাচ্ছে না।
মহাকুম্ভে অংশ নিতে ভারতে প্রবেশের পর বাংলাদেশি গ্রেফতার
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে তিন নদীর সঙ্গমে স্নান করে পাপ মোচন করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। মহাকুম্ভে যাওয়ার আগেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশের হাতে গ্ৰেফতার হলেন এক বাংলাদেশি নাগরিক।
চার ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করবে হামাস
দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাজার খান ইউনিসে বিবাস পরিবারের সদস্যসহ চার ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করবে। এর আগে যুদ্ধবিরতির অংশ হিসেবে জীবিত অবস্থায় জিম্মিদের ইসরায়েলের হাতে হস্তান্তর করা হয়।
রেড ক্রসের হাতে চার কফিন হস্তান্তর করলো হামাস
জিম্মিদের মরদেহবাহী চারটি কফিন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। খবর বিবিসি, আল জাজিরা।
শ্রীলঙ্কায় ট্রেনে কাটা পড়ে ৬ হাতির মৃত্যু
শ্রীলঙ্কায় ট্রেনের সঙ্গে ধাক্কায় অন্তত ৬টি হাতির মৃত্যু হয়েছে। এ সময় ট্রেনটিও লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় ট্রেনে থাকা কোনো যাত্রী হতাহত হয়নি।
ইরানে এক বছরে ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে ২০২৪ সালে অন্তত ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুইটি মানবাধিকার সংগঠন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, সাম্প্রতিককালে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর ব্যাপকভাবে বেড়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনায় রাজি রাশিয়া
ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি হয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে আলোচনায় বন্দি বিনিময় ইস্যুও থাকবে।
ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন একজন ব্রিটিশ সাংবাদিক। তাকে খুঁজে বের করতে কাজ করছে ব্রাজিল কর্তৃপক্ষ।
বিশ্ব বাজারে ফের রেকর্ড উচ্চতায় সোনার দাম
বিশ্ব বাজারে সোনার দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রতি আউন্স সোনা দুই হাজার ৯৫০ ডলারের ওপরে লেনদেন হয়।
পশ্চিমবঙ্গজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় ভারি থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সঙ্গে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।
এমএসএম/জেআইএম