জাতিসংঘ-বিশ্ব ব্যাংকের মূল্যায়ন

গাজা পুনর্গঠনে লাগবে ৫০ বিলিয়ন ডলারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
ছবি: এএফপি

গাজায় এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এলাকাটির অধিকাংশ ভবনই বোমা মেরে ধ্বংস করা হয়েছে। তাই গাজা পুনর্গঠনে ৫০ বিলিয়ন ডলারের বেশি লাগবে। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের এক নতুন মূল্যায়নে এমন তথ্য জানানো হয়েছে।

এরই মধ্যে গাজার ২০ লাখ বাসিন্দাকে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আরব রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠনে প্রস্তাব তৈরি করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন>

এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও ইউরোপিয়ান ইউনিয়ন এমন তথ্য প্রকাশ করলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজা ও পশ্চিম তীরের অন্তর্বর্তীকালীন দ্রুত ক্ষয়ক্ষতি ও চাহিদা মূল্যায়ন মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে বলা হয় ৮ অক্টোবর ২০২৩ থেকে ৮ অক্টোবর ২০২৪ সালের মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় ৪৯ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

গবেষকরা মনে করছেন, আগামী ১০ বছরে ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য ৫৩ দশমিক ২ বিলিয়ন ডলার প্রয়োজন, যার মধ্যে প্রথম তিন বছরেই মোট পরিমাণের প্রায় ২০ বিলিয়ন ডলার প্রয়োজন।

অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গত ১৯ জানুয়ারি সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখনও চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসরায়েল এভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করার কারণে ১৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি গুলি বর্ষণ এবং সেখানে অভিযানের কারণে ৯ শতাধিক মানুষ আহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

বিজ্ঞাপন

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।