ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) সোয়াত ও এর আশপাশের এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায়। সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে নামাজ পড়তে শুরু করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েকদিন পরই এই ভূমিকম্পটি আঘাত হানে।

গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের বাদাখশান অঞ্চলে আঘাত হানা একটি ভূমিকম্পের পর কেপির বিভিন্ন শহরে ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়।

তাছাড়া সেপ্টেম্বরের শুরুতে সোয়াত ও এর আশেপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, সে সময়ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভূমিকম্পটির গভীরতা ১৫১ কিলোমিটার, যার কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালায়। জায়গাটি ঘন ঘন ভূমিকম্পের জন্য পরিচিত।

সূত্র: ডন

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।