দীর্ঘতম দাম্পত্য জীবনের রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সুসা ডিনো/ ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত ছবি

বিবাহবিচ্ছেদের হার যখন বিশ্বব্যাপী বাড়ছে, তখন ভালোবাসার এক অনন্য নজির গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ব্রাজিলের এক দম্পতি। ৮৪ বছর ৭৭ দিন ধরে একসঙ্গে সংসার করছেন ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সুসা ডিনো। এ অর্জনের স্বীকৃতিতে তারা পেয়েছেন বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতির আনুষ্ঠানিক খেতাব।

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে বলা হয়, ১৯৩৬ সালে প্রথম দেখা হয় ম্যানোয়েল (১০৫) ও মারিয়ার (১০১)। প্রেমের পর ১৯৪০ সালে ব্রাজিলের সিয়েরা রাজ্যের বোয়া ভেনচুরা চ্যাপেলে বিয়ে করেন তারা। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংকট চলছিল, এরপর এসেছে মহামারি, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা- কিন্তু কিছুই তাদের বিচ্ছিন্ন করতে পারেনি।

বিজ্ঞাপন

তাদের প্রথম দেখা ছিল খুবই সাধারণ। তবে দ্বিতীয় সাক্ষাতে মারিয়ার প্রেমে পড়ে যান ম্যানোয়েল, সেটা ১৯৪০ সালের দিকে। দেরি না করে মারিয়াকে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। বুকে ভয় নিয়েই মারিয়াকে নিজের মনের কথা জানান। তাকে ফেরাননি মারিয়ে। কিন্তু শুরুতে এই বিয়েতে মারিয়ার মায়ের সম্মতি ছিল না। কিন্তু একপর্যায়ে প্রেমিকার মায়ের সম্মতি আদায় করে নিতে সক্ষম হন ম্যানোয়েল।

এই দম্পতি কৃষিকাজ করতেন। কৃষিকাজ করেই তারা ১৩ সন্তানকে লালন-পালন করেছেন। তাদের এখন ৫৫ জন নাতি-নাতনি রয়েছে। নাতি-নাতনিদের রয়েছে আরও ৫৪ সন্তান ও সেই সন্তানদের রয়েছে আরও ১২ বাচ্চাকাচ্চা। সব মিলিয়ে এখন এই দম্পতির পরিবারের সংখ্যা শতাধিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি শতবর্ষী ব্যক্তিদের তথ্য বিশ্লেষণকারী লংগেভিকোয়েস্ট নামের একটি ওয়েবসাইট তাদের ৮৪ বছর ৭৭ দিন ধরে চলমান বৈবাহিক সম্পর্ক যাচাই করে। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতি ঘোষণা করে।

এই দুই শতবর্ষী এখন পরিবারের মধ্যমণি হয়ে হাসি-খুশিতেই দিন পার করছেন। দিনের বেশির ভাগ সময় বিশ্রাম নিয়ে কাটে ম্যানোয়েলের। তবে তিনি নিয়মিত স্ত্রীকে সঙ্গে নিয়ে রেডিওতে প্রার্থনাবাণী শোনেন।

এর আগে সবচেয়ে দীর্ঘ বিবাহিত দম্পতির রেকর্ড ছিল ৮৮ বছর ৩৪৯ দিন। ডেভিড জ্যাকব হিলার ও সারাহ ডেভি হিলার ১৮০৯ সালে কানাডায় বিয়ে করেন এবং দীর্ঘ সময় একসঙ্গে কাটান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই)

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।