সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
কিছুদিনের মধ্যেই বাংলাদেশকে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি
কিছুদিনের মধ্যেই বাংলাদেশকে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার। সম্প্রতি বাংলাদেশ সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানায়। ফলে তিন মাস বন্ধ থাকার পর নতুন করে পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশ বিদ্যুতের দামে ছাড়ের জন্য যে সুবিধা চেয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি।
নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ শ্রীলঙ্কার সাগর ‘মাছশূন্য’ করছে ভারতীয়রা, বাড়ছে ক্ষোভ
ভারতীয়দের অবৈধ মাছ শিকারে বিপাকে পড়েছেন শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনা উপকূলের জেলেরা। তারা রোজ সমুদ্রে যান, কঠোর পরিশ্রম করেন, কিন্তু ফিরে আসেন সামান্য কিছু কম দামি মাছ নিয়ে। স্থানীয় জেলেদের অভিযোগ, আগে যেখানে তারা ছয় ঝুড়ি মাছ সংগ্রহ করতে পারতেন, এখন এক ঝুড়িও পূরণ করতে পারছেন না। ভারতীয় ট্রলারগুলো অবৈধভাবে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করে সব মাছ ধরে নিচ্ছে। এটি লঙ্কান জেলেদের জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ চীনা গাড়ির দখলে যাচ্ছে বিশ্ব, উদ্বেগ পশ্চিমা নির্মাতাদের
চীন বিশ্বের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হিসেবে একটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব গ্রহণ করেছে। চীনা কোম্পানি বিওয়াইডি ভলিউমের দিক থেকে এরই মধ্যে টেসলাকে ছাড়িয়ে গেছে। চীনে এক সময় বিদেশি কোম্পানিগুলোর ব্যাপক আধিপত্য ও প্রতিযোগিতা ছিল কিন্তু এখন সেই নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে বিওয়াইডি। শুধু বিওয়াইডি নয় চীনের অন্যান্য গাড়ি নির্মাতা কোম্পানি যেমন চেরি, গিলি ও সাইক তাদের দেশকে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারক দেশে পরিণত করেছে।
ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্কে বড় ধাক্কা ভারতের
যুক্তরাষ্ট্রের সব বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ভারত এই শুল্কের কারণে বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন গলেনি ট্রাম্পের/ মোদী ফিরতে না ফিরতেই ভারতের পথে আরও ১১৯ অবৈধ অভিবাসী
যুক্তরাষ্ট্রে দু’দিনের সফরে ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কঠোর নীতির নড়চড় হয়নি একটুও। তার ফলাফল দেখা যাচ্ছে চোখের সামনেই। সফর শেষে মোদী ভারতে ফিরতে না ফিরতেই আবারও প্লেনভর্তি করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প। শনিবার ভারতের মাটিতে পা রাখার কথা রয়েছে তাদের।
আরও তিন বন্দিকে মুক্তি দিলো হামাস
আরও তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মুক্তি পাওয়া বন্দিরা হলেন, আলেকজান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়ার হর্ন। উভয় পক্ষের যোদ্ধাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো ধরনের সমস্যা ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়েছে।
দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প
সরকারি খরচ কমাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যার মূল দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রায় দশ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এসব কর্মী ফেডারেল জমি পরিচালনা থেকে শুরু করে সামরিক প্রবীণদের যত্ন নেওয়া পর্যন্ত বিভিন্ন বিষয়ে কাজ করতেন।
তিন বছরে চীনে বিদেশি বিনিয়োগ কমেছে ৯৯ শতাংশ
গত তিন বছরে চীনে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে ৯৯ শতাংশ। এর অন্যতম কারণ হলো অর্থনৈতিক মন্দা ও তীব্রতর গুপ্তচরবৃত্তিবিরোধী অভিযানের উদ্বেগ। এতে অনেক কোম্পানিই চীনে বিনিয়োগ করতে আগ্রহ হারিয়েছে।
আমেরিকা আসবে না, ইউরোপকে নিজস্ব বাহিনী গঠনের প্রস্তাব জেলেনস্কির
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে একটি ‘ইউরোপীয় বাহিনী’ গঠনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো ইউরোপের পাশে দাঁড়াতে আগ্রহী না-ও হতে পারে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে তীব্র বিতর্ক
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো নিয়ে একটি প্রশ্নের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও সেই প্রশ্নে সরাসরি বাংলাদেশ বা শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি।
কেএএ/এএসএম