সীমান্তে ৩ কোটি রুপির সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
জব্দ সোনার বার

 

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালিয়ে ২৫টি সোনার বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিঠারিতে এই অভিযান চালায় বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৩ তম ব্যাটালিয়ন। এসময় সোনা পাচারের অভিযোগে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করে তারা।

বিজ্ঞাপন

জানা যায়, জব্দ সোনার ওজন ২ কেজি ৪২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাল ৯০ হাজার ১৮২ রুপি। এসব সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল।

আরও পড়ুন>>

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএসএফের তথ্যমতে, গত ১৪ ফেব্রুয়ারি বর্ডার আউটপোস্ট বিঠারির কর্তব্যরত জওয়ানরা গোপন সূত্রে সোনা পাচারের তথ্য পান। এর পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন এলাকায় অতর্কিত তল্লাশি অভিযান চালান তারা।

তল্লাশিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দেখেন একজন সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলে করে আউটপোস্ট বিঠারির দিকে আসছেন। তখন জওয়ানরা তাকে আটক করেন। এরপর তার মোটরসাইকেল ভালোভাবে তল্লাশি করে পেট্রোল ট্যাংকের নিচে একটি গর্তে কৌশলে লুকিয়ে রাখা ২৫টি সোনার বার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি জানান, তিনি উত্তর চব্বিশ পরগনার পদমভিলা গ্রামের বাসিন্দা। একজন বাংলাদেশি চোরাকারবারির সঙ্গে তার পরিচয় হয়েছিল। তাকে বিঠারি বাজারে কাছে রাস্তার ধারে একটি নির্দিষ্ট স্থানে সোনার চালানটি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর বিনিময়ে দেড় হাজার রুপি দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ধরা পড়ে যান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জব্দ সোনা ও আটক চোরাকারবারিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।