ফের পশ্চিমবঙ্গে ডুবলো বাংলাদেশি জাহাজ, উদ্ধার ১২

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে যাওয়ার পথে বাংলাদেশি একটি জাহাজ ঘোড়ামারা দ্ধীপের কাছে ডুবে গেছে।জাহাজটি থেকে ১৬ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে স্থানীয় নিরাপত্তা কর্মীরা।
বাংলাদেশি জাহাজটির নাম এমভিসি ওয়ার্ল্ড। এটি কিং ওশান শিপিং লাইন নামের একটি বাংলাদেশি কোম্পানির মালিকানাধীন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফ্লাইঅ্যাশ বোঝাই করে মুড়িগঙ্গা হয়ে বাংলাদেশে যাওয়ার পথে ঘোড়ামাড়া দ্বীপের কাছে একটি চরে ধাক্কা লাগে জাহাজটির। এরপর হঠাৎ করে জাহাজের তলায় প্রচন্ড শব্দ হয়। সঙ্গে সঙ্গে জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করে। এরপরেই ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি।
এ ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় সাগর থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণা নায়েকর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পোঁছায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জাহাজে থাকা ১৬ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে।
অর্পণা নায়েক জানিয়েছেন, জাহাজের ক্রু সদস্যদের প্রত্যেকেই সাগর থানা পুলিশের কাছে আশ্রয়ে আছেন। এরই মধ্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের নেওয়া হয়েছে স্থানীয় রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে। ১৬ জন ক্রু সদস্যের প্রত্যেকেই সুস্থ আছেন। গোটা ঘটনার বিষয়ে জাহাজটির মালিক কোম্পানিকে জানিয়েছে জাহাজটির কর্মীরা। তাদের সিদ্ধান্ত জানার পরেই জাহাজ উদ্ধারের কাজ শুরু হবে।
ডিডি/এমএসএম