ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর ডলার ছিনতাই, যুবক গ্রেফতার

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫
পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি শিক্ষার্থীর কাছ থেকে ডলার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আপন মণ্ডল

দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর এলাকায় অমিত মুখার্জি নামে বাংলাদেশি শিক্ষার্থীর কাছ থেকে ডলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরই মধ্যে পেট্রাপোল স্থলবন্দরে থানার পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে।

গ্ৰেফতারকৃত অভিযুক্তর নাম আপন মণ্ডল। তার বাড়ি পেট্রাপোল স্থলবন্দর অঞ্চলে। এই ঘটনার পর ওই এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে ও বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ভারতের শিবাজি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শেষ করে গত ৯ ফেব্রুয়ারি ভারতে অধ্যায়নরত অমিত দেশে ফিরছিলেন। পেট্রাপোল স্থলবন্দরে আসার পর মুদ্রা বিনিময় কেন্দ্রে মুদ্রা বিনিময় করে দেওয়া হবে বলে তাকে ডাকা হয়। প্রস্তাবে রাজি অমিত তার কাছে থাকা ৩০০ ডলার দিতেই, অভিযুক্ত আপন দৌড়ে পালিয়ে যায়।

এরপর বাংলাদেশি ওই ছাত্র পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে আপন মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পেট্রোপোল স্থলবন্দরের পুলিশ জানিয়েছে, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে ১২৬, ১১৫, ৩৫১ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে আদালতের কাছে আপন মণ্ডলকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।