অধিকৃত ভূমি বিনিময়ে ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলো রাশিয়া

অধিকৃত অঞ্চল বিনিময় করার জন্য ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। কিয়েভে রুশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত জানানো হয়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করছে, ক্রেমলিন শান্তির জন্য আগ্রহী নয়।
সম্প্রতি রাশিয়ার সঙ্গে অধিকৃত ভূমি আদান-প্রদানের প্রস্তাব দিয়েছিলেন জেলেনস্কি। গত মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন-নিয়ন্ত্রিত কিছু ভূমির বিনিময়ে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখল করা এলাকাগুলো বিনিময় করা যেতে পারে। তবে ক্রেমলিন তৎক্ষণাৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
আরও পড়ুন>>
- পাচারের শিকার যশোরের জাফর এখন ইউক্রেনের রণাঙ্গনে!
- কাজের নামে রাশিয়ায় পাচার/ যুদ্ধে শ্যালক নিহত, দেশে ফিরতে ভগ্নিপতির আকুতি
- ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে কথা হয়েছে
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, এটি অসম্ভব। রাশিয়া কখনোই নিজের এলাকা আদান-প্রদান নিয়ে আলোচনা করবে না। তিনি আরও বলেন, রাশিয়ার ভেতরে কিছু এলাকা দখল করা ইউক্রেনীয় বাহিনীকে ধ্বংস করা হবে অথবা সেখান থেকে বের করে দেওয়া হবে।
গত বছরের আগস্টে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সীমান্তে আক্রমণ করে কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়, যা ভবিষ্যতের কোনো শান্তিচুক্তির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
ভূমি বিনিময়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার কয়েক ঘণ্টা পরেই জেলেনস্কি জানান, কিয়েভে রুশ হামলায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। হামলায় অ্যাপার্টমেন্ট ব্লক, অফিস ভবন এবং নাগরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ভ্লাদিমির পুতিন শান্তির জন্য প্রস্তুত নন, তিনি ইউক্রেনীয়দের হত্যা করে চলেছেন এবং শহরগুলো ধ্বংস করছেন। জেলেনস্কির মতে, কেবল শক্তিশালী পদক্ষেপ এবং রাশিয়ার ওপর চাপই এই ‘সন্ত্রাস’ বন্ধ করতে পারে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের সামরিক ও শিল্পখাতের জন্য ড্রোন উৎপাদনকারী স্থানগুলোতে ‘দলগত ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে এবং সব লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।
সূত্র: এএফপি
কেএএ/