পশ্চিমবঙ্গে ফের রেল দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেনের পেছনে ইঞ্জিনের ধাক্কা

পশ্চিমবঙ্গে আবারও ঘটলো রেল দুর্ঘটনা। এবার কোচবিহার জেলার বামনহাট রেলস্টেশন দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে একটি ইঞ্জিন। এতে কোনো প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বেশ কয়েকজন। ইঞ্জিনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের শেষ বগি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শিলিগুড়িগামী যাত্রীবাহী ট্রেন ১৫৪৬৮ বামনহাট রেলস্টেশন পৌঁছানো পর ইঞ্জিন ঘোরানোর কাজ চলছিল।
সে সময় ট্রেনটির কামরা থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন করা হয়। পরে সেই ইঞ্জিন ঘুরিয়ে ট্রেনের শেষ বগিতে সংযুক্ত করা হয়।
আরও পড়ুন>>
- পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ৯
- ভারতে ট্রেনে আগুন আতঙ্ক, লাফিয়ে পড়ে নিহত ১১
- ভারতের ইতিহাসে যত ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
যাত্রীবাহী ট্রেনের পেছনে সংযুক্ত করা সময় ইঞ্জিনটি সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনে থাকা যাত্রীদের অনেকে ছিটকে পড়ে যান। এসময় শিশুসহ বেশ কয়েকজন আহত হন।
আহত এক যাত্রী বলেন, টিকিট কাটার পর ট্রেনের ভেতরে বসেছিলাম। হঠাৎ সজোরে ধাক্কা লাগে এবং সিট থেকে ছিটকে পড়ে যাই। কারও মাথা ফেটেছে, আমার পায়ে ও হাতে চোট লেগেছে। আমার বাচ্চার মুখে লেগে রক্ত বেরিয়ে এসেছে।
বামনহাট রেলওয়ে ইউনিয়ন সমিতির মানিক পাল বলেন, তদন্ত করে দেখা দরকার কী কারণে এই দুর্ঘটনা ঘটলো। আজকের দুর্ঘটনায় যারা চালক ছিলেন তারাই দোষী বলে মনে করি।
ডিডি/কেএএ/