ভূমিকম্পে কেঁপে উঠল পানামা


প্রকাশিত: ০৬:০৩ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শুক্রবার সন্ধ্যায় অনুভূত এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শহর ডেভিডের ১৩২ কিলোমিটার দক্ষিণে সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে। তবে রাজধানী পানামা সিটিতে ভূমিকম্পটি অনুভূত হয়নি। সূত্র : রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।