ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে কথা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৯ ফেব্রুয়ারি) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২২ সালের পর এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের সরাসরি যোগাযোগের খবর জানা গেলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন>>

ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে তার টিম এরই মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চালিয়ে যাচ্ছে। তবে তিনি ও পুতিন কতবার কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন চান মানুষের প্রাণহানি বন্ধ হোক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের কথোপকথনের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিভিন্ন চ্যানেলে নানা ধরনের যোগাযোগ হচ্ছে, তবে আমি এ বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছি না।

ট্রাম্প-পুতিন বৈঠক?

ট্রাম্প জানিয়েছেন, তিনি পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান। তবে বৈঠকের সম্ভাব্য তারিখ বা স্থান সম্পর্কে কিছু জানাননি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মনে করে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য বৈঠকের স্থান হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ১৪ জুন পুতিন যুদ্ধ বন্ধের জন্য শর্ত দেন। তিনি বলেন, ইউক্রেনকে অবশ্যই ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ছাড়তে হবে এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা চারটি ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে।

রাশিয়ার পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন, সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি ‘উচ্চ পর্যায়ে’ রয়েছে এবং এটি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে হতে পারে।

এদিকে ট্রাম্প বলেছেন, তিনি আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন এবং যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চাই যুদ্ধ দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এটি খুবই ভয়াবহ। আমি এই যুদ্ধের অবসান চাই।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।