যুক্তরাষ্ট্রে মানবপাচারের অভিযোগে পাকিস্তানির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ এএম, ৩০ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে মানবপাচারের অভিযোগে শরাফত আলী খান নামের এক পাকিস্তানি নাগরিককে ৩১ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক আদালত। মঙ্গলবার স্থানীয় ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টের জজ রেগি বি ওয়াল্টন তার বিরুদ্ধে এ কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শরাফত মধ্যপ্রাচ্য থেকে মানবপাচারকারী দলের হোতা বলে উল্লেখ করে কারাভোগের পর তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশও প্রদান করেন আদালত।

গত বছরের জুলাই মাসে শরাফতকে কাতার থেকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে এনে বিচারকার্য সম্পন্ন করা হয়। তিনি মধ্যপ্রাচ্যের পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে প্রায় শতাধিক ব্যক্তিকে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। এসব ব্যক্তিকে আনার সময় ব্রাজিলকে প্রধান ঘাঁটি হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।

পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, এল সালভেদর, গুয়াতেমালা থেকে মেক্সিকোর জঙ্গল ও নদীপথে তাদেরকে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল বলে জানা গেছে।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।