আইন-আদালত

‌‘বাঙালি’র পরিবর্তে জাতীয়তা ‘বাংলাদেশি’ করার সুপারিশ

‌‘বাঙালি’র পরিবর্তে জাতীয়তা ‘বাংলাদেশি’ করার সুপারিশ

বাংলাদেশের সংবিধানের নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর ‘প্রজাতন্ত্রের’ পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করার প্রস্তাব করা হয়েছে। দেশের জনগণের জাতীয়তা হিসেবে ‘বাঙালি’র পরিবর্তে ‘বাংলাদেশি’ করার সুপারিশ করা হয়েছে।

Advertisement

বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সংস্কার সুপারিশের প্রতিবেদনে এমন প্রস্তাব করা হয়েছে।

বর্তমান বাংলাদেশের সংবিধানে নাম উল্লেখ রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’। আর সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, ‘জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান’ হিসেবে গ্রহণ করছি।

কমিশন সুপারিশ করছে, সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে ‘প্রজাতন্ত্র’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দের পরিবর্তে ‘নাগরিক তন্ত্র’ এবং ‘গণতন্ত্রী বাংলাদেশ’ শব্দ ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে ‘রিপাবলিক’ ও ‘পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শব্দগুলো থাকছে।

Advertisement

এছাড়া জাতীয়তা হিসেবে ‘বাঙালি’ বাদ দিয়ে ‘বাংলাদেশি’ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।

এফএইচ/এমএইচআর