ক্যাম্পাস

বাকৃবি শিক্ষার্থীদের জন্য শিবিরের শিক্ষাবৃত্তি ঘোষণা

বাকৃবি শিক্ষার্থীদের জন্য শিবিরের শিক্ষাবৃত্তি ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা করেছে ছাত্রশিবির।

Advertisement

বুধবার (১৫ জানুয়ারি) শাখা শিবিরের ফেসবুক পেইজে ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে এ বৃত্তির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, ইসলামী ছাত্রশিবিরের ৪র্থ দফা ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’এর অন্তর্ভুক্ত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত (স্নাতক) শিক্ষার্থীদের ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ এর জন্য রেজিস্ট্রেশনের আহ্বান করা হচ্ছে।

আবেদনের শর্তে বলা হয়েছে, আবেদনকারীকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (স্নাতক) শিক্ষার্থী হতে হবে, অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত হলে অযোগ্য হবেন, সিজিপিএ ন্যূনতম ৩.২৫ হতে হবে, পিতামাতার বার্ষিক আয় দুই লাখ ৪০ হাজারের কম হতে হবে। নবীন শিক্ষার্থীর সিজিপিএ’র পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ দিয়ে আবেদন করতে পারবেন।

Advertisement

মনোনীতরা প্রতি সেমিস্টারে আড়াই হাজার টাকা করে দেড় বছর বৃত্তি পাবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশন লিংক

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাসির ত্বোহা বলেন, বাকৃবি মেধাবীদের আঁতুড়ঘর। এ শিক্ষাবৃত্তি কার্যক্রম দেশের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এমন ইতিবাচক কাজের ধারা অব্যাহত থাকবে।

আসিফ ইকবাল/এএইচ/জিকেএস

Advertisement