বিনোদন

স্বামীর কাছ থেকে যে উপহার পেয়ে চমকে গেলেন মাধুরী

স্বামীর কাছ থেকে যে উপহার পেয়ে চমকে গেলেন মাধুরী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বছরটা শুরু করলেন দারুণ এক আনন্দের মধ্য দিয়ে। স্বামী ডাক্তার শ্রীরাম নেনে তাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন। মাধুরীকে ৬ কোটি রুপি মূল্যের একটি গাড়ি উপহার দিয়েছেন নেনে।

Advertisement

ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়, বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন এই তারকা। সেটি জানেন তার স্বামী নেন। তাই স্ত্রীর সংগ্রহে যোগ করলেন আরও একটি গাড়ি। লাল রঙের ফেরারি উপহার দিয়েছেন তিনি।

একটি ভিডিও দেখা গেছে যেখানে ওই গাড়িতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছেন মাধুরী। নতুন লাল রঙের গাড়িটি কিনতে গিয়েছিলেন তিনি কালো রঙের ড্রেস পরে। সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। ইনস্টাগ্রামে এরই মধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এ দম্পতির।

আরও পড়ুন:শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’ কবে আসছেদশ বছরের দাম্পত্যে ইতি টানলেন দুই তারকা

নতুন এই গাড়ি ছাড়াও অভিনেত্রী মাধুরীর ব্যক্তিগত কালেকশনে রয়েছে- মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ, ট্রুবো এস ৯১১। এসব গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা।

Advertisement

সর্বশেষ ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছেন মাধুরী দীক্ষিত।

এলআইএ/এমএমএফ/জেআইএম