ধর্ম

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া

জান্নাত আখেরাতে আল্লাহর প্রিয় বান্দাদের চিরস্থায়ী ঠিকানা। এটি আল্লাহর পুরস্কার; সম্মান, মর্যাদা ও স্থায়ী সুখের স্থান। আর জাহান্নাম আল্লাহর অবাধ্য ও পাপী বান্দাদের শাস্তির জায়গা। প্রত্যেক মুমিনের অন্তরে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আকাঙক্ষা থাকে এবং থাকাই উচিত। আল্লাহর কাছে জান্নাত লাভ ও জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করে বার বার দোয়া করা উচিত। আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভই মানুষের চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা বলেন,

Advertisement

كُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ وَ اِنَّمَا تُوَفَّوۡنَ اُجُوۡرَكُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَ اُدۡخِلَ الۡجَنَّۃَ فَقَدۡ فَازَ وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ

প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর অবশ্যই কেয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম হবে। দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। (সুরা আলে ইমরান: ১৮৫)

জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রার্থনার হাদিসে বর্ণিত একটি সহজ দোয়া হলো,

Advertisement

اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَسْتَجِيْرُ بِكَ مِنَ النَّارِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউজু বিকা মিনান্নার।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবু দাউদ)

এই দোয়াটি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা সাতবার করে পড়তে পারি। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নবিজি (সা.) বলেছেন, কোনো বান্দা যদি দিনে সাতবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, তবে জাহান্নাম বলে, হে আমার রব! অমুক বান্দা আপনার কাছে আমার কাছ থেকে আশ্রয় চেয়েছে, তাকে আশ্রয় দিন। কোনো বান্দা যদি দিনে সাতবার জান্নাত প্রার্থনা করে, জান্নাত বলে: ‘হে আমার প্রভু! অমুক বান্দা আমার প্রার্থনা করেছে, তাকে জান্নাতে প্রবেশ করান। (মুসনাদে আবু ইয়া’লা)

Advertisement

আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কেউ জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে তিনবার প্রার্থনা করলে জান্নাত বলে, হে আল্লাহ! তাকে জান্নাতে প্রবেশ করান। কেউ তিনবার জাহান্নাম হতে আশ্রয় চাইলে জাহান্নাম বলে, হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। (সুনানে তিরমিজি)

ওএফএফ/এএসএম