দেশজুড়ে

কিশোরগঞ্জে বিএনপি নেতা নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার এক

কিশোরগঞ্জে বিএনপি নেতা নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার এক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নেতা নিহতের ঘটনার দুইদিন পর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিহত আবুল হাসান রতনের (৫৫) ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খাতুন তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। মামলায় এক নম্বর আসামি করা হয় রাউতি ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিনকে।

এরই মধ্যে মামলার ৫ নম্বর আসামি মো. রুবেল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি মামলার এক নম্বর আসামি গিয়াস উদ্দিনের ছেলে। গত রোববার রাতে ময়মনসিংহ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি এ মামলা ছাড়াও অন্য আরেক মামলা ওয়ারেন্টভুক্ত আসামি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনপরিচয় জানতে চাওয়ায় হামলা, ৫ পুলিশ সদস্য আহত https://www.jagonews24.com/national/news/994633কটিয়াদীতে ডিবি পরিচয় দেওয়া ৬ প্রতারক আটক https://www.jagonews24.com/country/news/994595

Advertisement

গত রোববার বেলা ১১টার দিকে তাড়াইলের রাউতি ইউনিয়নের বানাইল বাজারে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন। আবুল হাসান স্থানীয় বানাইল গ্রামের মৃত নূরুল হকের ছেলে।

তাড়াইল থানার পরিদর্শক মো. শ্যামল মিয়া বলেন, আজ নিহত ব্যক্তির ছোট ভাইয়ের স্ত্রী ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় গিয়াস উদ্দিনকে। গিয়াস উদ্দিনের ছেলে রুবেল মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এসকে রাসেল/কেএসআর