ভয়াবহ দাবানল লস অ্যাঞ্জেলেসের আরও একটি কাউন্টিতে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) নতুন করে ভেনচুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরইমধ্যে সেখানকার ৫৬ একর জায়গা পুড়ে গেছে।
Advertisement
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তবে তীব্র বাতাসে বেশ বেগ পেতে হলেও, তারা আগুনের এগিয়ে যাওয়া থামাতে সক্ষম হয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে জ্বলতে থাকা আগুন একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি। কর্মকর্তারা বলছেন, এই আগুন জরুরি সেবাদানকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে, ক্যালিফোর্নিয়ায় বর্তমানে ১২৪টি ছোট-বড় দাবানল চলমান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪ বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি অবকাঠামো। লস অ্যাঞ্জেলেসকে তছনছ করে দিয়েছে এবারের দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা। ঘরবাড়িসহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে। মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে। মঙ্গলবার (৭ জানুয়ারি) আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনো সক্রিয় রয়েছে তিনটি। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালেসেইডস ও পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। এই দুই দাবানল খুব সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে। শহরটিতে রেড অ্যালার্ট জারি রয়েছে। বাতাসের গতি আবার বাড়তে থাকায় বিপাকে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে ঘণ্টায় ৮০ থেকে ১১২ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে, আগুন নেভানোর কাজে এরইমধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশের সাত অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোও।
সূত্র: সিএনএন
Advertisement
এসএএইচ