ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় রুবেল হোসেন (২২) নামে এক শ্রমিক মাটি চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।
Advertisement
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালের দিকে পৌর এলাকার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন ওই একই এলাকার মাখরুল শেখের ছেলে।
ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, পৌরসভার শ্রীরামপুর এলাকার বাসিন্দা মোশারফ মাস্টার কয়েকদিন আগে গভীরভাবে মাটি খনন করে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন। সকালে ঘটনার সময় ওই নির্মাণাধীন ভবনের বেইজ ঢালাই চলছিল। এসময় মাটির নিচে কাজ করছিলেন রুবেল হোসেন। হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে সম্পূর্ণ শরীর চাপা পড়ে। এসময় তাকে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অভিযান শুরু করেন। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভবন মালিক মোশারফ হোসেন বলেন, সকালে কাজে আসার পর এ দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসে ফোন করি। সে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করি এবং সুস্থ আছে।
Advertisement
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ওবায়দুর রহমান জানান, আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। অসাবধানতার ফলে এ ঘটনা ঘটেছে।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গৌতম চন্দ্র সরকার বলেন, ওই শ্রমিক ভালো ও শঙ্কামুক্ত আছেন।
এন কে বি নয়ন/এএইচ/এএসএম
Advertisement