আইন-আদালত

নিবন্ধন নিয়ে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

নিবন্ধন নিয়ে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিলের ওপর পরবর্তী শুনানির জন্যে আগামী ২১ জানুয়ারি দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Advertisement

খারিজের পর পুনরুজ্জীবিত (রিস্টোর) করা আপিল শুনানির নির্ধারিত দিনে দ্বিতীয় দিনের শুনানি শেষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

আরও পড়ুন: নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে

এদিন বেলা ১১টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চের এজলাসে ওঠেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ। এর পরপরই জামায়াতের নিবন্ধন নিয়ে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরুজ্জীবিত (রেস্টর) করে শুনানি করার আবেদন গত ২২ অক্টোবর মঞ্জুর করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই আদেশের ফলে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটির আবার শুনানি হয়।

Advertisement

২০২৩ সালের ১৯ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আইনজীবী উপস্থিত না থাকায় জামায়াতের আপিল খারিজ (ডিসমিসড ফর ডিফল্ট) করে আদেশ দেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়।

এফএইচ/এমএইচআর/এএসএম

Advertisement