সাতক্ষীরায় যৌতুকের দাবিতে মোছা খাদিজা খাতুন (১৯) নামের এক নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে।
Advertisement
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
সকালে স্থানীয়রা নিহতের স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহত খাদিজা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি সদর উপজেলার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালিকের মেয়ে।
Advertisement
আটক স্বামী মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে আমিরুল ইসলাম (২৩)।
নিহতের আত্মীয় নারায়ণজোল গ্রামের মনিরুল ইসলাম জানান, মাত্র তিন মাস আগে আমিরুল ইসলামের সঙ্গে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে যৌতুকের জন্য দুই লাখ টাকা আনতে খাদিজাকে চাপ দেয়। খাদিজা তাতে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে আমিরুল। এর জেরে মঙ্গলবার রাতে আমিরুল লাঠি দিয়ে তার খাদিজার মাথায় আঘাত করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনার পর আমিরুল একরকম উন্মাদের মত হয়ে যায়। বাড়ি আসবাবপত্র ভাংচুর করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে ঘরে আটকে রাখে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম বলেন, পুলিশ আমিরুল ইসলামকে আটক করেছে।আহসানুর রহমান রাজীব/এএইচ/জিকেএস
Advertisement