দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রোহিঙ্গা ক্যাম্প-৩ এর এফ/৭৫ ব্লকের একটি টয়লেটের ভেতরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- ক্যাম্প-৩ ব্লকের এফ/৭৫ রশিদ আহমেদের স্ত্রীর মমতাজ বেগম (৫৫) ও তার মেয়ে সুবাইদা বিবি (১৮)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, এফ/৭৫ ব্লকের একটি টয়লেটের ভেতরে মমতাজ বেগম এবং সুবাইদা বিবির মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর আলম/জেএএম/এমএস