প্রথম পাঁচ রাউন্ডেই ৮ পয়েন্ট হারিয়ে বসেছিল বসুন্ধরা কিংস। মোহামেডান ও আবাহনীর কাছে হারের পর টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা ড্র করে দুই পয়েন্ট খুইয়েছে ব্রাদার্সের কাছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শুক্রবার ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়েছে নবাগত ইয়ংমেন্স ক্লাবকে।
Advertisement
আগের ম্যাচে পুলিশের বিপক্ষে বড় জয়ের পর এই ৩ পয়েন্ট চ্যাম্পিয়নদের তুলেছে টেবিলের চতুর্থ স্থানে। তবে ১৩ পয়েন্ট নিয়ে তাদের এ অবস্থানে থাকাও অনিশ্চিত। শনিবার আবাহনী জিতলে আবার পাঁচে নেমে যেতে হবে তপু-রাকিবদের।
সময়টা ভালো যাচ্ছে না কিংসের। এমন কি ঘরের মাঠেও নয়। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে পয়েন্ট হারানোর শঙ্কায় ফেলেছিল সমর্থকদের। তবে শুরুতে পিছিয়ে পড়া কিংস ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে ৪-১ ব্যবধানে।
আক্রমণ রুখতে গিয়ে দ্বিতীয় মিনিটেই নিজেদের জালে বল পাঠান ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। ৩২ মিনিটে তিয়াস দাস দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইয়ংমেন্স ক্লাব। প্রথমার্ধে ম্যাচে ফিরতে না পারলেও একজন বেশি নিয়ে খেলার সুবিধা দ্বিতীয়ার্ধে পুরোপুরি কাজে লাগায় কিংস।
Advertisement
৬৯ মিনিটে সোহেল রানার কাছ থেকে বল পেয়ে ব্রাজিলিয়ান ফার্নান্দেজ গোল করে সমতায় ফেরানোর পরের ৬ মিনিটের মধ্যেই ম্যাচের চেহারা ভোজবাজির মতো বদলে ফেলে কিংস। ৬৯ মিনিটে ১-১ ম্যাচ ৭৫ মিনিটেই ৩-১।
এই দুই গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম। ৮৩ মিনিটে রাকিব হোসেনের গোল ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে কিংসের। ৭ ম্যাচ শেষ কিংসের পয়েন্ট ১৩। ইয়ংমেন্সের পয়েন্ট ৩।
অন্য ম্যাচে পুলিশ ও ফর্টিস ১-১ গোলে ড্র করেছে। দুই দলই লিগে ধুকছে পয়েন্ট টেবিলে। ৭ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৭ করে। পুলিশের অবস্থান ৭ নম্বরে। গোলে এগিয়ে ছয়ে ফর্টিস এফসি।
আরআই/আইএইচএস/
Advertisement