সাভারে অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই একই পরিবারের। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তাদের পরিচয় জানায় পুলিশ।
Advertisement
তারা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা মো. ফারুক হোসেন সিদ্দিকী, তার স্ত্রী মোসা. মহসিনা আক্তার, ছেলে মোহাইমিন সিদ্দিকী ফুয়াদ এবং মহসিনা আক্তারের বোন মাহফুজা আক্তার। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, ঘাটাইলের ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের ১২ বছর বয়সী ছেলে ফুয়াদ সিদ্দিক বেশ কিছুদিন ধরে অসুস্থ। তার চিকিৎসার জন্য টাঙ্গাইলের গোপালপুর থেকে ঢাকায় আসছিলেন ফারুক। সঙ্গে ছিলেন স্ত্রী মহসিনা আক্তার (৩০) ও স্ত্রীর বড় বোন মাহফুজা আক্তার শিলা (৩৫)। নিহত শিলা রাজধানীর শেরে বাংলা নগর থানার পুলিশ সদস্য শাহীনের স্ত্রী।
পুলিশ সদস্য শাহীন জানান, সবশেষ রাত ১টায় কথা হয়েছিল তার স্ত্রীর সঙ্গে। সকাল থেকে কোনো খোঁজ না পেয়ে প্রথমে ল্যাবএইড হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দী হাসপাতালে যান তিনি। পরে মর্গে গিয়ে তার স্ত্রী শিলার মরদেহ দেখে নিশ্চিত হন।
Advertisement
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম।
এর আগে বুধবার (৯ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে বাস দুটিতেও ছড়িয়ে পড়ে আগুন।
মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/জিকেএস
Advertisement