উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার, সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
Advertisement
তিনি বলেন, আপনি কার জন্য সংস্কার করবেন? জনগণের জন্যই তো। সংস্কারে যদি জনগণের আগ্রহই না থাকে, কার জন্য সংস্কার করবেন? সেই সংস্কার হবে কতিপয় মানুষের জন্য, জনগণের জন্য নয়। জনগণের সম্মতি হয় নির্বাচনের মাধ্যমে।
বুধবার (৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্র কাঠামো সংস্কারে শ্রমিক কর্মচারীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
আরও পড়ুনবিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলেরবিএনপির সভায় জামায়াতবিরোধী স্লোগান, প্ল্যাকার্ডনজরুল ইসলাম খান বলেন, আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা হালাল উপার্জন করবো। যা দিয়ে আমাদের সংসার চলে। আমার সন্তান যেন বিনা চিকিৎসায় না মারা যায়। শিক্ষার সুব্যবস্থা থাকে। আমি মারা গেলে আমার পরিবার যেন নিঃস্ব না হয়ে যায়। এটা দেশের আইনের অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশে শ্রমিক আন্দোলনের অধিকার নিশ্চিত করতে হবে।
Advertisement
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়বাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা প্রমুখ।
জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক কমিটির সদস্য এবং ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি: ৫৩৪) সভাপতি এম এ বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
কেএসআর/জেআইএম
Advertisement