অর্থনীতি

‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’র সদস্যপদ স্থগিত করলো বাজুস

গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেডের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

Advertisement

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানিয়েছে, গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণের আবেদনের প্রেক্ষিতে সব শর্ত পূরণ করায় ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে বাজুসের প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়।

আরও পড়ুন

Advertisement

চলতি বছর দেশে সোনার দাম পরিবর্তন হয়েছে ৬২ বার

কিন্তু প্রতিষ্ঠানটি বাজুসের গঠনতন্ত্রের ৪(ক) ধারা যথাযথভাবে অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে সোনার অলংকারের পরিবর্তে সোনার বার ও কয়েন বিক্রি করায় প্রতিষ্ঠানটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এমএএস/ইএ