দেশজুড়ে

মেহেরপুরে এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে ছয় লাখ টাকা চুরি

মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের দারিয়াপুর বাজার এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ভল্টে থাকা ছয় লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়।

Advertisement

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় চুরির এ ঘটনা ঘটে।

দরিয়াপুর এজেন্ট শাখার ইনচার্জ আব্দুল গাফফার জানান, প্রতিদিনের মতো ক্যাশে থাকা টাকা ভল্টে রেখে তালা দিয়ে আমরা অফিস ত্যাগ করি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে অফিস সহকারী অফিস খুলে দেখে ভল্টের তালা ভাঙা। এসময় ফোন দিলে আমি থানাসহ কর্তৃপক্ষকে অবহিত করি এবং এসে দেখি জানালার গ্রিল কেটে ব্যাংকে ঢুকে ভল্টে রেখে যাওয়া ছয় লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে গেছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আসিফ ইকবাল/এএইচ/জিকেএস