লাইফস্টাইল

শীতে ভেজা কাপড় শুকাবেন কীভাবে?

শীতে রোদের দেখা তেমন মেলে না। ফলে কাপড় শুকানো বেশ মুশকিল হয়ে ওঠে এই মৌসুমে। একে তো ঠান্ডার দিন, তার উপরে আবার ভারি ভারি পোশাক ধুয়ে শুকানো বেশ কষ্টকর হয়ে পড়ে।

Advertisement

ফলে স্বাভাবিকভাবেই কাপড় সময়মতো না শুকানোর কারণে স্যাঁতসেঁতে হয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে। তাই আপনিও যদি ঠান্ডার দিনে কাপড় শুকাতে সমস্যার সম্মুখীন হন, তাহলে চিন্তা করবেন না। এমন কিছু টিপস আছে, যার মাধ্যমে আপনি সহজেই কাপড় শুকাতে পারবেন-

রুম হিটার ব্যবহার করুন

শীতকালে কাপড় শুকাতে হিটার ব্যবহার করা যেতে পারে। আপনি যেখানে কাপড় শুকানোর জন্য রেখেছেন, সেখানে হিটার ব্যবহার করতে পারেন। এছাড়া যে ঘরে হিটার লাগানো আছে, সেখানে কাপড় বিছিয়ে দিন। এতেও আপনার সমস্যা খুবই সহজে সমাধান হবে।

Advertisement

হেয়ার ড্রায়ারের ব্যবহার

আমরা অনেকেই ভেজা চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকি। তবে এটি দিয়েও আপনি খুব সহজে আপনার ভেজা পোশাক শুকাতে পারেন। এটিও খুব কার্যকরী একটি পদ্ধতি।

তোয়ালের ব্যবহার

ভেজা কাপড় কম হলে তা শুকানোর জন্য তোয়ালে ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে ধোয়া কাপড়ে একটি তোয়ালে রাখতে হবে, এবার সেগুলো রোল করে মুড়ে ফেলুন। এতে জামাকাপড়ের অবশিষ্ট পানি খুব সহজেই বেরিয়ে যায়। যার কারণে কাপড় সহজেই শুকিয়ে যাবে।

Advertisement

ধোয়া কাপড় বিছিয়ে দিন

শীতকালে জামাকাপড় ধুয়ে শুকানোর জন্য জানালাসহ ঘরে ছড়িয়ে দিতে হবে। জানালা দিয়ে ঘরে বাতাস আসতে থাকে, যার কারণে কাপড় সহজেই শুকিয়ে যাবে। বাতাসের সংস্পর্শে আসায় ভেজা কাপড়ের দুর্গন্ধও চলে যায়।

এছাড়া শীতকালে কাপড় দ্রুত শুকানোর জন্য হ্যাঙ্গারে ব্যবহার করুন। এজন্য ধোয়া কাপড়গুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে দড়ি বা রেলিংয়ে রাখুন। এর ফলে কাপড়ে উপস্থিত পানি দ্রুত বের হয়ে যায়। যার কারণে কাপড় সহজেই শুকিয়ে যায়।

সূত্র: বোল্ডস্কাই

জেএমএস/এএসএম