জাতীয়

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর কর্মকর্তা ও তাদের স্বজনেরা।

Advertisement

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা। শহীদ মিনারে জড়ো হয়ে পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

একই দাবিতে বুধবারও (৮ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এরপর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় বৈঠক করেন। পজিটিভ সিদ্ধান্ত না এলে আজকে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলেন তারা।

এমএইচএ/এমএএইচ/জিকেএস

Advertisement